আজ ভোর আনুমানিক ৪:০০টার সময় টেকনাফ হোয়াইক্যাং মিনাবাজার এলাকায় মরহুম হাজী আব্দুল মোনাফ মেম্বারের ছোট ছেলে শাহ আজিজুর রহমান মামুনের গাড়ির গ্যারেজে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা।এলাকাবাসী সজাগ হাওয়ার সাথে সাথে দূর্বৃত্তরা পালিয়ে গা আড়াল করে।সকলের ধারণা উক্ত গ্যারেজে কোন বিদ্যুৎ লাইন নাথাকায় আগুনের সুত্রপাত হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে।কিন্তু এই রকম নরপিশাচরা আসল কোথায় থেকে সকলেই চিন্তিত।আজ মামুনের গ্যারেজে দিয়েছে কাল আরেক জনের বাড়িতে ও এরকম ঘটতে পারে। এতে ঐ গ্যারেজে একটি নোহা গাড়ি এবং দেড় হাজার তারা চন। উক্ত গ্যারেজ ও পুড়িয়ে ছাই হয়ে যায় প্রায় ৩০/৪০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়।এলাকাবাসীর একটায় দাবী এই অপরাধীকে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply