1. agailjharakhobor@gmail.com : agailjharakhobor agailjharakhobor : agailjharakhobor agailjharakhobor
  2. ajkercoxsbazar@gmail.com : ajkercoxsbazar ajkercoxsbazar : ajkercoxsbazar ajkercoxsbazar
  3. akhaurakhabortv@gmail.com : akhaurakhabortv akhaurakhabortv : akhaurakhabortv akhaurakhabortv
  4. awakeningconsciousnessthroughwords@gmail.com : awakeningconsciousnessthroughwords : awakeningconsciousnessthroughwords awakeningconsciousnessthroughwords
  5. news@gmail.com : news :
  6. business.mkshohag@gmail.com : sadhinbartanews : sadhinbartanews sadhinbartanews
  7. tangailnews@gmail.com : tangailnews tangailnews : tangailnews tangailnews

বিএনপির বিকল্প যদি থাকে তবে তা ভোটের মাধ্যমে হবে—মুশফিকুর রহমান

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

আফজল খান শিমুল :

বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা , কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য , বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক , সাবেক সচিব, জননেতা মুশফিকুর রহমান বলেছেন, যতই ষড়যন্ত্র হোক না কেন আগামী ২০২৬ এর ফেব্রুয়ারিতে বর্তমান সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ থামাতে পারবে না। তিনি বলেন, বিএনপির বিকল্প যদি কেউ থাকে তবে তা ভোটের মাধ্যমে ঠিক হবে। জনগণ দ্রুত নির্বাচন চায় সরকার ফেব্রুয়ারিতে ভোটের নির্বাচন নিয়ে রেখেছে। সুতরাং ভোট হবেই। জনগণের ভোটে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি জনগণের বিপুল ভোটে নিরঙ্কুশ সরকার গঠন করবে।

তিনি আরও বলেন বিগত স্বৈরাচার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবর্ণনীয় অত্যাচার -নির্যাতন করছে ও নাগরিক অধিকার চিকিৎসা সেবাটা করতে দেয়নি এমনকি তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তারেক রহমানকেও তদ্রুপ নির্যাতন করে বিদেশে নির্বাসিত করেছে।

তিনি বলেন, বিএনপির বিকল্প যদি থাকে তবে ভোটের মাধ্যমে ঠিক হবে।

আজ ৬ অক্টোবর রোজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পূর্বপাশের রাস্তায় আখাউড়া -কসবা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আয়োজিত বিশাল জনসভায় তিনি উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

এ সময়ে পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক , সাংবাদিক শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় অত্র বিএনপির জনসমুদ্রে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব, আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন ।

সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল মনসুর মিশন , যুগ্ন সাধারন সম্পাদক , ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার , জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মো: ইলিয়াসসহ কসবা-আখাউড়া হতে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার জিয়ার আদর্শে গড়া ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীরা।

এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পূর্বপাশের রাস্তাখানি কানায় কানায় পূর্ণ হয়ে যায় ও সমাবেশটি মহা-সমাবেশে রুপ নেয়। এ সময়ে তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

তবে একটি বিষয় অনেকের নিকট খটকা লাগে , তা হলো গত দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনিত দুই প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন ও জনাব নাছির উদ্দিন হাজারী সমাবেশে উপস্থিত হন নি। আর মুশফিকুর রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া (০৪) কসবা-আখাউড়া আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন নি বা কাউকে নতুন প্রার্থী হিসবে পরিচয় করে দেন নি।

এ সময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It